প্রথমে computer স্টার্ট করার পদ্ধতি দেখুন:
১) ধরে নেওয়া হয়েছে যে আপনি সব কানেকশান ঠিকমতো লাগিয়েছেন। না পারলে পরের পোস্টের অপেক্ষা করুন।
২) এবার বোর্ড এর সুইচ অন করুন।
৩) UPS এর সুইচ অন করুন। এই অন করার দুই রকম পদ্ধতি আছে। কিছু সুইচ টিপে দিলেই চলে। কিছু আবার টিপে কয়েক সেকেন্ড ধরে রাখা লাগে।
৪) এর পরে CPU এর স্টার্ট বাটন টিপুন। আপনার মেশিনের মডেল অনুসারে এটি বিভিন্ন জায়গায় থাকতে পারে। খুঁজে না পেলে সব বোতাম টিপে টিপে দেখুন।
৫) এবার কম্পিউটার অন হয়ে যাবে (এটি কেবল উইন্ডোজ এর জন্য।)
এবারে আসি অফ করার পদ্ধতিতে।
১) যাদের কিবোর্ডে অফ কি আছে তারা প্রেস করতে পারেন। তবে সবার এইটি থাকে না।
২) কিবোর্ড থেকে Alt ধরে F4 টিপতে পারেন।
৩) এক্সপি হলে Win কী টিপে তার পর দুবার U টিপুন।
৪) CPU থেকে যেটি টিপে অন করেছিলেন সেইটি টিপেও অফ করা যায়।
বিশেষ সতর্কতাঃ- উইন্ডোজ় হলে মেশিন অফ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। কারণ বন্ধ করলেই বন্ধ হবে এমন গ্যারান্টী দেওয়া যায় না। আপনাকে মাউস দিয়ে End Program করতে হতে পারে।
৫) এছাড়া লিনাক্স হলে সোজাসুজি সুইচ অফ করে দিলেও চলতে পারে।
লিখে পুরোপুরিভাবে বোঝানো সম্ভব নয়।
তাই সামান্য ধারনা দেওয়ার চেষ্টা করলাম।
যদি কোনো ভুল হয় তবে ক্ষমা করবেন।
Computer on korar age ki ki tolls lage
উত্তরমুছুন