কম্পিউটারে পাসওয়ার্ড দেওয়ার নিয়ম
নানা প্রয়োজনে কম্পিউটারে পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হয়।
বিশেষ করে গোপনীয়তা রক্ষায় পাসওয়ার্ড দেওয়া অনেক ক্ষেত্রে জরুরি হয়ে পড়ে।
এ ছাড়া বাসায় ছোট বাচ্চা থাকলে তারা এলোমেলোভাবে ব্যবহার করে কম্পিউটারের ক্ষতি সাধন করতে পারে। তাই পাসওয়ার্ড দিয়ে রাখলে অন্য কারও পক্ষে কম্পিউটার ওপেন করা সম্ভব হয় না।
কেমন করে কম্পিউটারে পাসওয়ার্ড দিতে হয় তা দেখুন এই টিউটোরিয়ালে।
১. প্রথমে কম্পিউটারের Start Menu তে ক্লিক করতে হবে।
>>সেখান থেকে Control panel এ ক্লিক করতে হবে।
২. এরপর নতুন একটি উইন্ডো আসবে যেখান থেকে User Account অপশনটি ক্লিক করে ওপেন করতে হবে।
৩. এ অপশন থেকে create a password for you account এ ক্লিক করতে হবে।
৪. এবার আপনার পছন্দ মত পাসওয়ার্ডটি টাইপ করতে হবে।
এরপর create password এ ক্লিক করতে হবে। তাহলে পাওয়ার্ড তৈরি হয়ে যাবে।
এখন কম্পিউটার অন করার সময় পাসওয়ার্ড প্রয়োজন হবে। পাসওয়ার্ড ছাড়া কেউ কম্পিউটার স্টার্ট করতে পারবে না।
ভালো থাকবেন।
আপনার জীবন হোক সুন্দর।
শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০১৭
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন