যে কোনো ফাইল হিডেন করা এবং হিডেন ফাইল শো করা শিখুন
আসসালামু আলাইকুম, আশা করি ভালই আছেন, আমি ও আমরা আপনাদের দোয়ায় এবং আল্লাহ্র অশেষ রহমতে অনেক ভাল আছি। তবে আর কথা বাড়িয়ে লাভ কি? বেশি কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।
আমি ভেবেছি অনেক নতুন ভাইয়েরা আছে যারা নতুন পিসি কিনেছে এবং নতুন ইন্টারনেট ব্যবহার করা শুরু করেছে তাই তারা অনেক কিছুই যানে না, আমরা যা যনি তারা এথেকে অনেক পিছিয়ে আছে তাই তাদেরও আমাদের সাথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার এই উদ্দেশ্য, তাই আমি এই টিউটোরিয়াল ভাবে সবার সাথে শেয়ার করতে চাই। তো শুরু করা যাক!
কম্পিউটারে ফাইল হিডেন করা এবং হিডেন ফাইল শো করা নিয়ে বিস্তারিত দেখুন
তাহলে আজ কি নিয়ে আলোচনা করব বুঝতেই পারছেন।
হ্যাঁ আজ আলোচনা করব কিভাবে আপনি একটি ফাইল হাইড করে রাখবেন এবং সেই হাইড ফাইলটি আপনি আবার কি ভাবে আন-হাইড করবেন?
(হাইড বলে আপনি যদি চান কোন একটি ফাইল আপনি অদৃশ্য করে রাখবেন কেহ দেখতে পাবে না, তাহলে এই হাইড অপশনটি আপনি ব্যবহার করতে পারেন।)
তাহলে আপনি,
যে ফাইল/ফোল্ডারটি হাইড করতে চান সেই ফাইল/ফোল্ডারটির উপরে রাইট ক্লিক করুন।
তারপর সেখান থেকে একদম নিচের অপশনটি Properties এ ক্লিক করুন, বুঝতে অসুবিধা হলে নিচের ছবিটি দেখুন।
Properties এ ক্লিক করার পরে নিচের মত একটি মেসেজ আসবে আপনার সামনে সেখানে আপনি Hidden নামের অপশনটিতে টিক দিন এবং Apply এরপরে ok ক্লিক করুন।
ব্যাস দেখুন আপনার ফোল্ডারটি ওখান থেকে অদৃশ্য হয়ে গেছে।
যেভাবে হিডেন ফাইল শো করব!
এবার আসুন কিভাবে আবার ঐ ফোল্ডারটি Unhidden করবেন?
এ জন্য আপনি যে কোন একটি ফোল্ডার ওপেন করুন, এবং উপরে Tools থেকে Folder Options এ ক্লিক করুন,
অথবা আপনি Start>Control panel>Folder Option ওপেন করুন।
তাহলে নিচের মত আসবে সেখানে আপনি View ট্যাবটি ক্লিক করুন সেখানে দেখুন Show Hidden files and folders নামে একটি অপশন আছে
সেটি সিলেক্ট করে ওপেন করুন তাহলেই দেখবেন আপনার সেই হিডেন করা ফাইলটি সেখানে হালকা ভাবে শো করতেছে, (যেখানে আপনি ফাইলটি হিডেন করে ছিলেন)
নিচে দেখুন
এই ফাইলটিকে আবার আগের মত করতে, ফাইলটির উপরে রাইট ক্লিক করুন
এবং সেই Properties থেকে Hidden এর টিকটি উঠিয়ে দিন,
অবশেষে Apply, ok করুন, ব্যাস শেষ। আপনি আবার যদি চান Hidden ফাইল গুলো অদৃশ্য হয়ে থাকবে তাহলে আপনি আবার যে কোন একটি ফোল্ডার ওপেন করুন, এবং উপরে Tools থেকে Folder Options এ ক্লিক করুন,
>> অথবা আপনি Start>Control panel>Folder Option ওপেন করুন।
তাহলে নিচের মত আসবে সেখানে আপনি View ট্যাবটি ক্লিক করুন সেখানে দেখুন Do not show hidden files and folders নামে একটি অপশন আছে এটি সিলেক্ট করে Apply,
ok করে বেরিয়ে আসুন।
তাহলে আজ এ পর্যন্তই।
ভালো থাকবেন।
ভালো লাগলেকমেন্ট করে জানাবেন কিন্তু!
সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭
কম্পিউটারে যে কোনো ফাইল হাইড ও আনহাইড করবেন কিভাবে?
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
হাইড ও আনহাইড system টা আমার খুব ভালো লেগেছে ।
উত্তরমুছুনSir/madam amer haier laptop ta ty windows dity parse na karon bios hide kora asy akhon ki kora jai bolben please
উত্তরমুছুন